১। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ
২। পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ
৪। আল আরাফাহ ইসলামী ইন্সুরেন্স কো অপারেটিভ লি:
৫। আল বারাকা লাইফ ইন্সরেন্স লিঃ
৬। ইসলামী ব্যাংক ইন্সুরেন্স শাখা ।
৮। পদ্মা লাইফ ইন্সুরেন্স শাখা
মা হল অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ন্যায়সঙ্গত ও নির্দিষ্ট ঝুকির স্থানান্তর। এর মাধ্যমে ব্যাক্তি বা বীমা প্রতিষ্ঠান অর্থের (প্রিমিয়াম) বিনিময়ে মক্কেলের আংশিক বা সমস্ত সম্ভাব্য ঝুকি গ্রহন করে থাকে। এটি অনিশ্চিত ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ঝুকি ব্যাবস্থাপনার একটি অংশ। বীমা কোম্পানিগুলোকে প্রিমিয়াম প্রদানের মাধ্যমে বীমাকৃত ব্যাক্তি বা প্রতিষ্ঠান সব ধরনের সম্ভাব্য ক্ষতির হাত থেকে মুক্ত থাকে আর অসংখ্য বীমাকৃত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রিমিয়াম সংগ্রহ করে বীমা কোম্পানিগুলো মূলধন বৃদ্ধি করে। বীমাকারী প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়াও ব্যাক্তিগত ভাবে অর্থ সঞ্চয় করে সম্ভাব্য ঝুকির দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যায়।[১] বীমা প্রক্রিয়া, ক্ষয়ক্ষতির ধরন এবং ক্ষতিপূরন নির্ধারনের ক্ষেত্রে কিছু মূলনীতি মেনে চলতে হয়।
বেসরকারী কোম্পানি কতৃক বীমা করানোর জন্য সাতটি বীমাযোগ্যতার মূলনিতী মেনে চলতে হয়ঃ
- ১ একই ধরনের ক্ষতির সম্মুখিন হতে পারে এমন অনেক উপাদানের অস্তিত্বঃ যেহেতু একটি বীমা কোম্পানি ক্ষয়ক্ষতির ক্ষতিপূরন দিয়ে থাকে তাই বাস্তবে সেই ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখিন হতে হারে এমন উপাদান প্রচুর পরিমানে বিদ্যমান থাকতে হবে। যেমন লয়েডস অফ লন্ডন জনপ্রিয় শিল্পি এবং খেলোয়াড়দের জীবন এবং তাদের গুরুত্বপূর্ন অঙ্গের বীমা করানোর জন্য বিখ্যাত। এখানে লয়েড অফ লন্ডন যেসব উপাদানের বীমা করায় সেগুলো বাস্তব জীবনে প্রচুর পরিমানে বিদ্যমান এবং এই উপাদানগুলো একই ধরনের না হলেও এগুলোকে একই শ্রেণিতে ফেলা যায়।
- ২ নির্দৃষ্ট ক্ষয়ক্ষতিঃ বোঝাতে বীমা কোম্পানি শুধুমাত্র একটি বা একাধিক নির্দৃষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরন দেওয়ার জন্য চুক্তিবদ্ধ থাকবে। যেমন একটি গাড়ির যদি শুধু অগ্নি বীমা করা থাকে তাহলে বীমা কোম্পানি গাড়িটি হারিয়ে গেলে কোন ক্ষতিপূরন দিতে বাধ্য থাকবে না।
- ৩ দূর্ঘটনাজনিত ক্ষতিঃ অর্থাৎ যে পরিমান ক্ষয়ক্ষতি হবে তা অবশ্যই নিয়ন্ত্রনের বাইরে থাকবে। যদি গাফিলতির কারনে কোন ক্ষয়ক্ষতি সাধিত হয় তাহলে এর ক্ষতিপূরন নাও পাওয়া যেতে পারে।
- ৪ বৃহৎ আকারের ক্ষতিঃ ক্ষতির পরিমান অবশ্যই বীমাকৃত ব্যাক্তির সাপেক্ষে যুক্তিযুক্ত হয়ে হবে।
- ৫ প্রিমিয়াম অবশ্যই সাশ্রয়ী হতে হবেঃ সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমান যতই ব্যাপক হোক না কেন, বীমা প্রিমিয়াম অবশ্যই বীমা গ্রহনকারীর নাগালের মধ্যে থাকতে হবে।
- ৬ ক্ষয়ক্ষতির পরিমান অবশ্যই পরিমানযোগ্য হতে হবেঃ যেহেতু সবধরনের ক্ষতি পুষিয়ে দেওয়া যায় না এবং বীমা কোম্পানি শুধুমাত্র টাকার অংকে ক্ষতিপূরন দিতে পারে তাই সম্বাব্য ক্ষয়ক্ষতি টাকার অংকে পরিমাপ করতে হবে।
- ৭ প্রাকৃতিক মহাদূর্যোগের ক্ষেত্রে ক্ষতিপূরনের পরিমান সীমিত হবেঃ যেমন বন্যা বা ভূমিকম্পের ফলে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বীমা কোম্পানি গুলো এই পরিমান ক্ষতিপূরন দেওয়া থেকে বিরত থাকে কারন এত ব্যাপক পরিমান ক্ষতিপূরন কোন একক বীমা কোম্পানির পক্ষে দেওয়া সম্ভব হয় না।