কৃষি ঋণ শব্দটি আনেক ব্যাপক। এর মধ্যে রয়েছে আনেকগুলো ভাগ। যেমন- শস্য ঋণ, মত্স্য ঋণ, পোল্ট্রী ও ডেইরী ঋণ। শস্য ঋণ ব্যতীত অন্যগুলো প্রকল্প ভিত্তিক।
পদক্ষেপ সমূহ | কাজ | কোথায় যাবেন | কার কাছে যাবেন | কি কি কাগজপত্র লাগবে | কাজ সম্পুর্ণ হবার সময়সীমা | খরচ (টাকা) | গুরুত্বপূর্ণ পরামর্শ | ||
গ্রাহকের কাজ | সেবা প্রদানকারীর কাজ | ফি | অন্যান্য খরচ | ||||||
প্রথম কাজ | ঋণ গ্রহীতা যে এলাকায় বসবাস করেন সে এলাকায় তার বাড়ী/ প্রকল্প হলে তিনি প্রথমে সে এলাকার কৃষি ব্যাংকে প্রথমে যোগাযোগ করবেন | ঋণ গ্রহীতাকে কৃষিঋণ উত্তোলনে প্রয়োজনীয় যাবতীয় তথ্য প্রদান করবেন | বাড়ী/প্রকল্প কৃষি ব্যাংকের যে ব্রাঞ্চের আওতায় | নিবার্হী অফিসার(ঋণ) | ৩০ মিনিট | ||||
দ্বিতীয় কাজ | ব্যাংকের নির্ধারিত ফরম সংগ্রহ | ফরম সরবরাহ | বাড়ী/প্রকল্প কৃষি ব্যাংকের যে ব্রাঞ্চের আওতায় | নির্বাহী অফিসার | শস্য ঋণ ১০,০০০/-টাকার নিম্নে হলে ফরম কেনার ফি লাগবেনা এবং ১০,০০০/- টাকার বেশি হলে ফরমের মূল্র ২০/-এবং শস্য ঋণ ২৫,০০০/-টাকার বেশি হলে আবেদন ফি, প্রতি হাজারে ২ টাকা। প্রকল্প ঋণের ক্ষেত্রে ফরমের মূল্য ১০০/- টাকা এবং আবেদন ফি প্রতি হাজারে ১০০০ টাকার ১% এর ৮ ভাগের এব ভাগ = .০১২৫ টাকা | নাই | |||
তৃতীয় কাজ | ফরম পূরণ | নমুনা | |||||||
চতুর্থ কাজ | ফরম জমা | বাড়ী/প্রকল্প এলাকা সংশ্লিষ্ট ব্যাংকে | নির্বাহী অফিসার (ঋণ) | সাধারন কাগজপত্র : সবর্ক্ষেত্রে প্রযোজ্য (স্বল্প পরিমান ঋণের ক্ষেত্রে ) ক) ব্যাংকের নির্ধারিত ফরম পূরণ করে আবেদনকারীর / আবেদনকারীগণের দুই কপি (সত্যায়িত) পাসপোর্ট সাইজের ফটো খ)জাতীয়তা সনদ গ) জমির জামানতের কাগজ, দাগ খতিয়ান, নামধারী ঘ) স্থানীয় পৌরসভার হোণ্ডিং ট্যাক্সের কাগজ ঙ) সরকারী চাকুরীজীবি হলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্মকর্তার নিকট থেকে ঋণ গ্রহণে অনাপত্তি সার্টিফিকেট প্রদান (অধিক/প্রকল্প ঋণের ক্ষেত্রে) উপরোক্ত সাধারণ কাগজপত্র সহ চ) স্থাবর ও অস্থাবর সম্পদ/ আয়ের ঘোষনাপত্র ছ) আয়ের স্বপক্ষে দালিলিক প্রমান। জ) পৌরসভা/ইউনিয়ন পরিষদে হালসনের কর প্রদানের রশিদ। ঝ) নিজস্ব বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থের উত্স্ সম্পর্কে ঘোষনা। ঞ) প্রকল্প জমির হাতে আঁকা রষ্ট ম্যাপ। ট) প্রকল্পের সাইট প্ল্যান/লে আউট প্ল্যান ঠ) প্রজেক্ট প্রোফাইল, কারিগরী ব্যবস্থাপনা, ঋণ গ্রহণের যোগ্যতা প্রতিবেদন, মোট প্রকল্প ব্যয় নির্মান খরচের বিস্তারিত হিসাব, আর্থিক বিশ্লেষন ইত্যাদি। ড) হাঁস-মুরগীর খামার, দুগ্ধ খামার, মৎস্য খামার, ছাগল পালন এ ধরণের কৃষি ভিত্তিক ছোট প্রকল্পের ক্ষেত্রে পরিবেশ দূষন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট থেকে ছাড়পত্র গ্রহণের পরিবর্তে স্থানীয় কর্তৃপক্ষ যেমনঃ- পৌর কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের নিকট হতে ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে ঋণ মঞ্জুর করা যাবে। ঢ) ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এছাড়াও জমি বন্ধক রাখা হয়। ন) ঋণের পরিমান ২৫,০০০ টাকার নিম্নে হলে ১৬ টাকার ১টি রেভিনিউ ন্ট্যাম্প এবং বন্ধকী ঋণের ক্ষেত্রে ২৫ টাকার ডিপি নোট স্ট্যাম্প লাগবে। | ক) শস্য ঋণের ক্ষেত্রে আবেদন গ্রহনের ৩ দিনের মধ্যে ঋণ মঞ্জুর করা হয়। খ) প্রকল্প বিহীন অন্যান্য ঋণ আবেদন গ্রহনের ৭ দিনের মধ্যে মঞ্জুর করা হয়। গ) প্রকল্প ঋণ এক থেকে দেড় মাস এর মধ্যে মঞ্জুর হয়। | অতিরিক্ত কিছু খরচ হতে পারে | ক) পূরণকৃত আবেদনপত্র এবং সংযুক্তির ফটোকপি অবশ্যই সংগ্রহে রাখুন খ) আপনার জমাকৃত কাগজপত্রাদির তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ব্যাংক কর্তৃপক্ষ আপনার বাড়ী/ প্রকল্প এলাকা ঘুরে দেখতে পারেন। | ||
পঞ্চম কাজ | প্রয়োজনীয় রশিদ এবং কাগজপত্রসহ ব্যাংকে উপস্থিত হয়ে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে ঋণ উত্তোলন | আবেদনকারীর সকল কাগজপত্র পরীক্ষা করে সঠিক প্রমানিত হলে ঋণ প্রদান | যে ব্যাংকে ঋণ উত্তোলনের আবেদন ফরম জমা দেয়া হয়েছে | নির্বাহী অফিসার (ঋণ) | ব্যাংক কর্তৃক আবেদন ফরম জমাদানের রশিদ | ৩০-৪০ মিনিট | জমাকৃত সকল কাগজের কপি প্রদর্শন করতে হবে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস