গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার বিকালে সড়ক দুর্ঘটনায় ফেকান উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।
গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস বাংলানিউজকে জানান, রাস্তা পারাপারের সময় গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ মোড়ে অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পুলিশ লাশ উদ্ধার করার পর আত্মীয় স্বজনের কাছেন হস্তান্তর করেছে।
এ ঘটনায় মামলা হয়নি। তবে থানা পুলিশ একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেছে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস